রোযাদার ব্যক্তি কি দীর্ঘক্ষণ সাঁতার কাটতে পারে? দেহ থেকে রক্ত পড়লে কি রোযার কোন ক্ষতি হয়?


রোযাদার ব্যক্তি কি দীর্ঘক্ষণ সাঁতার কাটতে পারে?

রোযাদারদের জন্য সাঁতার কাটতে কোন বাধা নেই। তবে সতর্ক থাকতে হবে, যাতে পানি পেটে চলে না যায়।২৭৭ (ইবনে উষাইমীন)

দেহ থেকে রক্ত পড়লে কি রোযার কোন ক্ষতি হয়?

কেটে-ফেটে গিয়ে অথবা ঘা টিপতে গিয়ে অথবা দাঁত তুলতে গিয়ে অথবা দাঁতন করতে গিয়ে রক্ত পড়লে অথবা রক্ত পরীক্ষার জন্য দিলে রোযার কোন ক্ষতি হয় না। মুখের রক্ত গেলা যাবে না। ২৭৮ (ইবনে উষাইমীন)